নাজিরপুরে ইঁদুরের ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ইঁদুরের ফাঁদে আটকে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩


নাজিরপুরে ইঁদুরের ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু খান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদর ইউনিয়নের কলাতলা সাবেরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পাশের জমিতে। নিহত কৃষক মিন্টু খান কলাতলা গ্রামের মো. কাশেম খানের বড় ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তিতাস শেখ জানান, মিন্টু খান স্থানীয় মহিউদ্দিন মুন্সির কৃষি জমি বন্দক রেখে চাষাবাদ করেন। ইরি ধানের জমিতে ইঁদুর মারার জন্য গত বুধবার রাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে তিনি জমিতে কাজ করতে গেলে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাযান। পরে স্থানীয়রা দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার মাহবুব শেখকে খবর দিলে চৌকিদার স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৭ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ