নাজিরপুরে নৌকা ডুবে ব্যবসায়ির মৃত্যু,আহত-১

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে নৌকা ডুবে ব্যবসায়ির মৃত্যু,আহত-১
সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩


নাজিরপুরে নৌকা ডুবে ব্যবসায়ির মৃত্যু,আহত-১

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুরে জুলমাত শেখ (৬০) নামের এক ইট ব্যবসায়ীর মৃত্যু ও আরো একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত সুজন শেখ (৩২) কে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাগেরহাট মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত জুলমাত শেখ বাগেরহাট জেলার সদর থানার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম বাগ গ্রামের মৃত ওহাব উদ্দিন শেখের ছেলে ও আহত সুজন শেখ একই গ্রামের মো. আনোয়ার হোসেন শেখের ছেলে।
রবিবার (২৯ জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাখাঁরিকাঠী ইউনিয়নের গিলাতলা নতুন ব্রীজ নামক এলাকায় এ নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে। থানা পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা গেছে, ওই দুই ব্যাক্তি ইট বোঝাই নৌকায় ঘুমান্ত অবস্থায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই। স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে স্থানীয়দের ফোনে ঘটনাস্থালে গিয়ে দেখি খালে ইট বোজাই একটি নৌকা ডুবে গেছে। তখন ওই নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস নিয়ে ঘটনান্থানে যাই। ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবুরী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীরা নৌকার মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় নাজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:১৮ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ