গলাচিপায় প্রতিপক্ষের হামলায় দু‘গৃহবধূ আহত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রতিপক্ষের হামলায় দু‘গৃহবধূ আহত
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩


গলাচিপায় প্রতিপক্ষের হামলায় দু‘গৃহবধূ আহত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় দুই গৃহবধূর উপর প্রতিপক্ষের হামলা ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জেরে রওশনা বেগম (৪০) ও সুমাইয়া বেগম (১৯) নামের দুই গৃহবধূ প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। গৃহবধূ রওশনা বেগম হচ্ছেন গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বনানী সড়ক মুজিবনগর এলাকার এলাহী জামে মসজিদ সংলগ্ন খলিল বয়াতীর স্ত্রী ও সুমাইয়া বেগম একই এলাকার সুজন বয়াতীর স্ত্রী।
শনিবার (২৮ জানুয়ারী) বেলা অনুমান ১১ টায় দুই গৃহবধূর বসত ঘরে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা হচ্ছেন গলাচিপা পৌরসভার আনন্দপাড়ার বাসিন্দা। ঘটনা সূত্রে ও গৃহবধূ রওশনা বেগম জানান, জমা জমিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা আমাদের বসত ঘরে ঢুকে ঘরের আসবাপত্র ও ঘরের সাথে আমাদের দোকান ভাংচুর করে। আমরা বাঁধা দিলে আমাদেরকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে বেদম প্রহর করে। এতে আমরা অসুস্থ হয়ে পড়ে। পরে এলাবাবাসীরা আমাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহবধূ রওশনা বেগম ও সুমাইয়া বেগম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় ১১ ও ১৮ নম্বর বেডে ডা. সূচনা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সূচনা আক্তার বলেন, রওশনা ও সুমাইয়ার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ পাওয়া গেছে। এ ব্যাপারে সুমাইয়া বেগম বলেন, আমি বাসার ভিতরে থাকায় ওরা আলমারি ভাংচুর করার সময় বাঁধা দিলে আমাকে এলোপাথারীভাবে মারতে থাকে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:২৯ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ