তজুমদ্দিনে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু!
শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০২৩


তজুমদ্দিনের চরে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু!

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমনের শিকার হয়ে হরিণের মৃত্যু হয়েছে। বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেয়া হয়।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনেন। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।
তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম জানান,হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুর দ্বারা একটি হরিণ তজুমদিনের চরে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে।
 

 

 

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৪ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ