গলাচিপায় অবৈধ জাল পুড়িয়ে দিলেন ইউএনও

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অবৈধ জাল পুড়িয়ে দিলেন ইউএনও
বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩


গলাচিপায় অবৈধ জাল পুড়িয়ে দিলেন ইউএনও

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় অবৈধ বাঁধা জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ইউএনও। বুধবার (২৫ জানুয়ারী) গলাচিপা লঞ্চঘাটে এ জাল পোড়ানো হয়। বুধবার দিনভর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন ও নেভী ওয়াসির সমন্বয়ে গঠিত দলের যৌথ অভিযানে রামনাবাদ নদীতে অবৈধ বাঁধা জাল দিয়ে মাছ শিকারের সময় আমখোলা, গজালিয়া, গোলখালী এলাকা থেকে ৬ টি জাল জব্দ করে সন্ধ্যায় পুড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্টেমো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন ও নেভী ওয়াসি এবং তার দল। পুড়িয়ে ফেলা জালের বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা। গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, বুধবার কম্বিং অপারেশন এর অংশ হিসেবে রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:২০ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ