বাউফলে রূপালী ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগ!

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে রূপালী ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগ!
রবিবার ● ২২ জানুয়ারী ২০২৩


বাউফলে রূপালী ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগ!

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

রূপালী ব্যাংক কালিশুরী শাখায় একাধিক গ্রাহকের নামে ঋণ তুলে কয়েকজন কর্মকর্তা কর্মচারী আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতারিত গ্রাহকরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও কয়েকজন কর্মকর্তা একাধিক গ্রাহকের কাছ থেকে চেক বই রেখে প্রায় ২০ লাখ টাকা তুলে নিয়েছেন। প্রতারিত একজন গ্রাহক ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মারজিয়া ইসলাম বলেন, আমি ১ লাখ টাকা ঋণ নেয়ার জন্য ব্যাংকে যাই। নিরাপত্তা প্রহরী সাইদুল ইসলাম ও ব্যবস্থাপক তৈয়বুর রহমান আমার কাছ থেকে দলিলপত্র  ও চেক বইতে স্বাক্ষর রেখে ১ লাখ টাকা ঋণ প্রদান করেন। পরবর্তীতে আমি জানতে পারি আমার নামে ১০ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। পোনাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভেজ সিকদার বলেন, জালিয়াতি করে আমার নামেও ৬ লাখ টাকা ঋণ তুলে নেয়া হয়েছে। তিনি বলেন এভাবে একাধিক গ্রাহকের নামে প্রায় ২০লাখ টাকা ঋণ তুলে নেয়া হয়েছে। প্রতারিত গ্রাহকরা আরও বলেন, বিষয়টি প্রকাশের পর নিরাপত্তা প্রহরী সাইদুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। তবে সাইদুলের স্ত্রী খাদিজা বলেন, আমার স্বামী যদি টাকা আত্মসাত করেন তবে ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় করেছেন। তার একার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ব্যাংকের ব্যবস্থাপক তৈয়বুর রহমান বলেন, প্রত্যেক গ্রাহক নিজে দলিলপত্রে স্বাক্ষর করে ঋণ নিয়েছেন। এখানে কোন জালিয়াতির ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা প্রহরী সাইদুলের গা ঢাকা দেয়ার প্রশ্নে তিনি নিশ্চুপ ছিলেন।

এএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৬ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ