নেছারাবাদে সন্ধ্যানদীর তীরে মাটি কাটায় জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সন্ধ্যানদীর তীরে মাটি কাটায় জরিমানা
রবিবার ● ২২ জানুয়ারী ২০২৩


নেছারাবাদে সন্ধ্যানদীর তীরে মাটি কাটায় জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে আব্দুল মজিত নামে এক ইটভাটা শ্রমিককে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ড প্রাপ্ত আব্দুল মজিত সাতক্ষিরা আশাশুনি উপজেলার আরশাদ আলীর ছেলে।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদার ওই আদালত পরিচালনা করেন। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন দুপুরে নির্বাহী ম্যজিষ্ট্রেট থানা পুলিশের সহায়তায় উপজেলার রাজবাড়ি এলাকার সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় তাকে আটক করে এবং পরে ভ্রাম্যমান আদালতে নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ঐ টাকা জরিমানা করেন। ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৬:২৮ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ