নেছারাবাদে স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে স্মার্ট কার্ড বিতরণ শুরু
রবিবার ● ১৫ জানুয়ারী ২০২৩


নেছারাবাদে স্মার্ট কার্ড বিতরণ শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হয়। স্মার্ট কার্ড নিতে আসা ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে তাদের কার্ড সংগ্রহ করেছেন। ওই ইউনিয়নে ১২ হাজার ৪ শত ৪৬ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রমকে সুষ্ঠ এবং সুন্দর করতে নির্বাচন অফিসের কর্মকর্তা ও প্রশাসনের লোকজনের পাশাপাশি ওই ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদারসহ ইউপি সদস্যদের তদারকি করতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ জানান, আগামী ২৫ মার্চ পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১ লক্ষ ৪৯ হাজার ১২ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ করা হবে। স্মার্ট কার্ড পেতে যাতে ভোগান্তি না হয় সে লক্ষ্যে ভোটারদের মাঝে স্ব স্ব এলাকায় বসেই কার্ড বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রমে নির্বাচন কমিশন কর্তৃক প্রায় ৩০ জন টেকনিক্যাল সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া শৃৃংখলা রক্ষার্থে পুলিশ ও আনসার সদস্যদের টিম নিয়েজিত থাকবে। এ ব্যাপারে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, ভোটরদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। কার্ড নিতে আসা ভোটারদের মাঝে এক প্রকার নির্বাচনী আমেজ বিরাজ করছে। তারা ধৈর্য্য ধরে লম্বা লাইনে দাড়িয়ে তাদের কার্ড সংগ্রহ করছেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:০৫ ● ১০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ