দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙ্গার দায়ে যুবক আটক

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙ্গার দায়ে যুবক আটক
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩


দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙ্গার দায়ে যুবক আটক

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ভাস্কর্য ভাঙ্গার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামের এক দুর্বৃত্তকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে ধৃত যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরে জেলা পরিষদের অর্থায়ণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভর ওপরে উঠে মাথার অংশ ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা -কর্মচারীরা পালানোকালে হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন। ধৃত যুবকের গ্রামের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকায়। তার পিতার নাম মিজানুর রহমান মৃধা বলে জানা য়ায়। সে তবলিক জামায়াতের একজন সক্রিয় কর্মী।
ইউএনও মোঃ আল ইমরানের নির্দেশে ধৃত যুবককে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে নাশকতামূলক ও  রাস্ট্রদ্রোহীতার অপরাধে একটি মামলা দায়ের করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৭ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ