চরফ্যাশনে শানিমা ও সততা ব্রিকস’র জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে শানিমা ও সততা ব্রিকস’র জরিমানা
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩


চরফ্যাশনে শানিমা ও সততা ব্রিকস’র জরিমানা

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার বিকালে অভিযানের ২য় দিনে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার মেসার্স শানিমা ব্রিকস, মেসার্স ফাহিম ব্রিকস নামের ২টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পৃথক পৃথক ভাবে নগদ ৩ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা গুড়িয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।
অভিযানে ইটভাটা গুলোর ড্রাম চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ তোতামিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রামচিমনী ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪১ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ