গলাচিপায় কলাগাছিয়া ইউনিয়ন আ.লীগের কমিটি বাতিলের দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কলাগাছিয়া ইউনিয়ন আ.লীগের কমিটি বাতিলের দাবি
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩


গলাচিপায় কলাগাছিয়া ইউনিয়ন আ.লীগের কমিটি বাতিলের দাবি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে সদ্য ঘোষিত আ. লীগের বিতর্কীত বিএনপি, জামাত ও জাতীয় পার্টির মদতপুষ্ট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার সময় মধ্য কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আলাল হক চৌধুরির সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন কলাগাছিয়া ইউনিয়ন আ. লীগের নেতা অনিমেষ চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ. লীগের
সহ-সভাপতি অলিউল্লাহ খাঁন, রাজ্জাক মজুমদার, সাংগঠনিক সম্পাদক সরোয়ার তালুকদার, সদস্য আফতার আলী খাঁন, আজাহার আলী মাঝি ও চুন্নু সিকদার প্রমুখ। সাবেক সভাপতি আলাল হক চৌধুরি বলেন, বর্তমানে কলাগাছিয়া ইউনিয়ন আ.লীগের যে কমিটি দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় নেতাই বিএনপি, জামাত ও জাতীয় পার্টির লোক। ইউনিয়নে ত্যাগী আ. লীগের নেতাদের কমিটিতে রাখা হয় নাই। উপজেলা ও জেলা আ. লীগের নেতাদের কাছে আমরা এই কমিটি বাদ দিয়ে
পুনরায় ত্যাগী নেতাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি করার অনুরোধ করছি। অভিযোগের বিষয়ে গলাচিপা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে বলেন, আ.লীগ টাকার বিনিময়ে কমিটি দেয় না । আ. লীগ সবসময় ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে আসছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:২৬ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ