দশমিনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩


দশমিনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় রাজস্ব খাতের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ধান ফসল প্রদর্শনীর ব্রি ধান-৮৭ এর উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি অফিসার কৃষিবিদ মো. জাফর আহমেদ এর সভাপতিত্বে ও দশমিনা কৃষি অফিসের আয়োনে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক, দশমিনা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার প্রদিপ কুমার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. নুরুল ইসলাম গাজী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা( বড়গোপালদী ব্লক) মো. আনোয়ার হোসেন,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুজাফর হাওলাদারসহ আরো অনেকে।
পরে কৃষক মোঃ বেল্লাল ভুঁইয়া’র ব্রি ধান-৮৭ চাষের সফলতার কথা তুলে ধরেন এবং মাঠ দিবসে আগত সকল কৃষক কৃষানীদের মাঝে ব্রি ধান-৮৭ চাষ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে কর্মকর্তারা মাঠ পর্যয়ে কৃষকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। ###

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫২:০৭ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ