পটুয়াখালীর চার লক্ষ ২৫ হাজার শিক্ষার্থী পেল বিনামূল্যে বই

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর চার লক্ষ ২৫ হাজার শিক্ষার্থী পেল বিনামূল্যে বই
রবিবার ● ১ জানুয়ারী ২০২৩


পটুয়াখালীর চার লক্ষ ২৫ হাজার শিক্ষার্থী পেল বিনামূল্যে বই

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিনধি॥

সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও সরকারিভাবে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দিয়ে পালন করা হয়েছে বই উৎসব’র। রবিবার সকাল ১০টায় বছরের প্রথম দিনে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্ভোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মো. শরিফুল ইসলাম।
পরে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত হয়ে উঠে শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধণ্যবাদ জানিয়ে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা জানান, নতুন বই পেয়ে তারা উচ্ছসিত। নতুন বইয়ের গন্ধই আলাদা। যা পড়ালেখায় আরো মনোযোগী করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, এ বছর জেলায় ৪ লক্ষ ২০ হাজার ৬ শত ৯৬জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতারন করছে সরকার। আজ বছরের প্রথমদিনে আমরা সব শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেয়ার চেস্টা করছি।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:০০ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ