গলাচিপায় পিএসসি’র বৃত্তি পরীক্ষা শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পিএসসি’র বৃত্তি পরীক্ষা শুরু
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২


গলাচিপায় পিএসসি’র বৃত্তি পরীক্ষা শুরু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় শৃঙ্খলার সাথে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ ও পুলিশের নিরাপত্তায় সরকারি মডেল হাই স্কুল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর ১৯৯টি স্কুলের শতকরা ২০ শতাংশ হারে, মোট ৯০৩ জন শিক্ষার্থীদের মধ্য ৮৮৫ জন ছেলেমেয়ে  শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শ্রেণিকক্ষে সরকারি অফিসারসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার, কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়। প্রথম দিনে শিশু শিক্ষার্থীদের অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এ বছর শতকরা ২০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ বিষয়টা ৮০ ভাগ অভিভাবক অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষা হচ্ছে অধিকার।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৫ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ