বামনায় দশটি চোরাই গরুসহ দুই চোর আটক

প্রথম পাতা » বরগুনা » বামনায় দশটি চোরাই গরুসহ দুই চোর আটক
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২


বামনায় দশটি চোরাই গরুসহ দুই চোর আটক

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের পূর্ব বুকাবুনিয়া  গ্রাম থেকে দশটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে বামনা থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় উপজেলার পূর্ব বুকাবুনিয়ার গ্রামের ব্যাপারী বাড়ী থেকে গত শুক্রবার রাতে দশটি চোরাই গরু উদ্ধার এবং চুরির সাথে জড়িত কামাল খান ও তার ছেলে সাইফুলকে আটক করা হয়।
আরো জানাযায় পার্শ্ববর্তী নিজআমতলী গ্রামের আব্দুস শুকুর আকন, আব্দুল কুদ্দুস ও আব্দুল খালেকের কয়েকদিন আগে চুরি হয়ে যাওয়া ৩টি গরু গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে কামাল খানের গোয়াল ঘর থেকে তারা চিহ্নিত করে এলাকার লোকজন ও বামনা থানায় খবর দেয়। বামনা থানার অফিসার ইনচার্জ বশির আলম এর নেতৃত্বে পুলিশ  তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক  করে এবং কামালের গোয়াল ঘর থেকে  চোরাইকৃত দশটি গরু উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানায় কামাল খান ও তার ছেলে  দীর্ঘ দিন ধরে গরু চুরির সাথে জড়িত।।
বামনা থানার অফিসার ইনচার্জ বশির আলম জানান তাদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আইনী প্রক্রিয়া  সম্পন্ন করে  মালিকদের গরু ফেরত দেওয়া হবে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:২১ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ