রাঙ্গাবালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২


রাঙ্গাবালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুইটি চরের অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল  বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরনজির ও চরমোন্তাজ ইউনিয়নের দেড় শ’ পরিবারকে এই কম্বল দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ গিয়ে দুই চরের দুস্থ-অসহায় পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দিয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, ‘অসহায়-দুস্থ কোন মানুষ শীতবস্ত্রের জন্য কষ্ট করবে না। এজন্য আমরা ঘুরে ঘুরে প্রকৃত অসহায়-দুস্থ বাছাই করে কম্বলগুলো বিতরণ করছি। এই কার্যক্রম চলমান থাকবে।’
নদী বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা চরনজিরের আলেহা বেগম ও সেফালি বেগম বলেন, ‘তাদের খবর কেউ রাখে না। এখানে যে একটি চর আছে তা দেখতেও কেউ আসে না।  উপজেলা চেয়ারম্যান নিজে এসে কম্বল দেওয়ায় তারা অনেক খুশি।’

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৬ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ