দশমিনায় প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থণে জনতার ঢল

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থণে জনতার ঢল
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২


দশমিনায় প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থণে জনতার ঢল

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলার একমাত্র ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৭ডিসেম্বর) বিকেল ৪টায় প্রচারণার শেষ সময়ে স্থানীয় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের পথ সভায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের পক্ষে প্রচারণায় নামে জেলা আওয়ামীলীগ।এসময় জেলা আওয়ামী নেতাদের উপস্থিতিতে হাজার হাজার মানুষের ঢল নামে। পথসভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন পথ সভার বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। আপনারা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। শেখ হাসিনা আমাদের দেশকে স্বল্প আয়ের দেশকে ধীরে ধীরে উচ্চ আয়ের দেশে পরিণত করছেন। এদিকে ১৪,৭০৯ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে মোট ২৯ জন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে প্রতিদিন করবেন মোট ১০ জন নারী সদস্য প্রার্থী।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৪ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ