আমতলীতে অগ্নিকান্ডে ব্যবসায়ির দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে অগ্নিকান্ডে ব্যবসায়ির দোকান পুড়ে ছাই
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২


---আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন সিপাইর সারা জীবনের অর্জন এক নিমেশেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । সর্বস্ব হারিয়ে তিনি পথে বসেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কালিবাড়ী এলাকার তুলাতলী স্ট্যান্ডে সোমবার দিবাগত গভীর রাতে।
জানাগেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের শাহ আলী সিপাইর ছেলে মোঃ মোশাররফ হোসেন সিপাই ছোটবেলা থেকেই মুদি মনোহরদি ব্যবসা করে আসছেন। গত ২৪ বছর ধরে ব্যবসায়ে বেশ সফলতা অর্জন করেছেন তিনি। এ ব্যবসার প্রতিষ্ঠানের আয় দিয়েই চলে তার সংসার। সোমবার দিবাগত গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে তার দোকানের সমুদয় মালামাল পুড়ে চাই হয়ে যায়। এতে তার অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন সিপাই।
ব্যবসায়ী মোশাররফ হোসেন সিপাই কান্না জনিত কন্ঠে বলেন, মোর সব এ্যাক নিমিশেই শ্যাষ অইয়া গ্যাছে। মুই হারাজীবন য্যা আয় হরছি হ্যা আগুনে পুইর‌্যা গ্যাছে। মুই অ্যাহন গুড়াগাড়া লইয়্যা কি খামু? বিভিন্ন এনজিও থেকে লোন লইছি হ্যা কি দিয়া দিমু? এ্যার চাইতে আল্লায় মোরো লইয়্যা গ্যালেও ভালো অইতে।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন  বলেন, ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদু্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থকে আর্থিক সহায়তা দেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:০৬ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ