নির্বাচন নিয়ে কমিশনের ওপড় আর্ন্তজাতিক সম্প্রদায়ের কোন চাপ নেই- সিইসি

প্রথম পাতা » পটুয়াখালী » নির্বাচন নিয়ে কমিশনের ওপড় আর্ন্তজাতিক সম্প্রদায়ের কোন চাপ নেই- সিইসি
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২


নির্বাচন নিয়ে কমিশনের ওপড় আর্ন্তজাতিক সম্প্রদায়ের কোন চাপ নেই- সিইসি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

নির্বাচন নিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায় কিংবা বিদেশী রাস্ট্রদূতদের কোন চাপ কমিশনের উপড় নেই। বিভিন্ন দূতাবাসের হাইকমিশনাররা নির্বাচন নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন সেটি সরকারের বিষয়। এনিয়ে কমিশন কোন মন্তব্য করবেনা। বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্ভোধনকালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার অরো বলেন, বিদ্যমান ইভিএম মেশিনের মাধ্যমে ৫০টি আসনে ভোটগ্রহণ সম্ভব। মেশিনের জন্য সরকারের কাছে প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। মধ্য জানুয়ারীর মধ্যে প্রস্তাবনাটি অনুমোদিত হলে সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের সুযোগ নেই। যথাসময়ে ব্যালট পেপারের মাধ্যমে কমিশন নির্বাচন ভোটগ্রহনে সম্পূর্ন সক্ষম।

বিএনপি’র নির্বচনে অংশগ্রহন নিয়ে সিইসি বলেন, বিএনপি একটি গুরুত্বপূর্ন রাজনৈতিক দল। বিএনপি অংশ নিলে নির্বাচন আরো আনন্দমুখর হবে।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর  আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের  ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিক।

এছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ, মির্জাগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৪ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ