আমতলীতে মেয়র’র বক্তব্যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মেয়র’র বক্তব্যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২


 

আমতলীতে মেয়র’র বক্তব্যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ আর খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান সাবেক আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমান। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফকির সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার আমতলী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিজয় দিবসের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের সময়ে সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, রাষ্টীয় ক্ষমতায় খালেদা জিয়া আসতেছে। তার এমন ঔদাত্যপুর্ণ বক্তব্যের তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকানসহ উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ থাকা অবস্থায় দলের গুরুত্বপুর্ণ পদে থেকে মেয়র মতিয়ার রহমান খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চায়। তার  এমন ঔদাত্যপুর্ণ বক্তব্য দলীয় শৃংখলা ভঙ্গের শামিল। আমি তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ,  উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল গাজী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান ও  হারুন মোল্লা।

সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমানের এমন ঔদাত্যপুর্ণ বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক কি ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, রাষ্টীয় ক্ষমতায় আওয়ামীলীগ আর মেয়র মতিয়ার রহমান খালেদা জিয়াকে রাষ্টীয় ক্ষমতায় আনতে চান। তার এমন বক্তব্য দলীয় শৃংখলা ভঙ্গের শামিল। আমরা তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে বরগুনা জেলা কমিটিকে অবহিত করবো। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে সাবেক আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন এমন কথা আমি বলিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

 

 

 

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:৫৩:০০ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ