গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস পালন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস পালন
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২


 

ন

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িতপ্রাপ্ত) ও জেলা সিনিয়র সহকারী কমিশনার আবদুল কাইয়ুম। এছাড়াও গলাচিপা থানা, পৌরসভা, গলাচিপা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের আনন্দ ক্রীড়া ও শিশুদের আনন্দ ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও জেলা সিনিয়র সহকারী কমিশনার আবদুল কাইয়ুম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ প্রদানসহ সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরমঞ্চ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে সকাল ১০টায় পৌরমঞ্চে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম শাহজাদা এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ সাহিন, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

এসআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:৩২:১৭ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ