কাউখালীতে স্মৃতিসৌধ ও শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে স্মৃতিসৌধ ও শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯


---


কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে উপজেলা সংলগ্ন পুরাতন কোর্ট বিল্ডিং এর সামনের জায়গাতেই স্মৃতি সৌধ ও নতুন শহীদ মিনার নির্মাণের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন হয়েছে।

কাউখালী উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগন-এর উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস জিয়াদ। এ সময় তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, শহীদ মিনারের সৃষ্টি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু কাউখালীতে পাল্টে গেছে এই সংজ্ঞা। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস- সব জাতীয় দিবসে কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের সামনে অবস্থিত শহীদ মিনারে। তিনি বলেন, আশ্চর্য হলেও সত্য- স্বাধীনতার ৪৮ বছর পরও কাউখালীতে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য নির্মিত হয়নি কোনো  স্মৃতিসৌধ। এমনকি এ ব্যাপারে নেই সুস্পষ্ট কোনো উদ্যোগও।

বক্তরা আরো বলেন, ২০০০সালে  একটি স্মৃতি সৌধ নির্মানের  ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল সেই জায়গায় অবিলম্বে স্মৃতি সৌধ ও শহীদ মিনার নির্মানের দাবী জানান।

 

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৭ ● ৬২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ