নির্বাচনে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…নির্বাচন কমিশনার

প্রথম পাতা » সর্বশেষ » নির্বাচনে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…নির্বাচন কমিশনার
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯


---


নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥

নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা নির্বাচন সুষ্ঠ করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোন দল থেকে কে নির্বাচিত হবেন এটা আমাদের দেখার বিষয় না। যদি কেউ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে দয়া দেখান তবে তার ফল তাকেই ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় দমদমা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠ করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরো বলেন, উত্তরাঞ্চল শান্তি প্রিয় অঞ্চল। এই শান্তিপ্রিয় ভাল মানুষগুলোকে নিয়ে উপজেলার প্রথম ধাপের নির্বাচন করতে চাই। নির্বাচনে যাতে কোন বিছিন্ন ঘটনা না ঘটে সে জন্য সব ধরণের ব্যবস্থাই নেয়া হবে। আইন শৃংখলা ও পুলিশ প্রশাসনকে বলা রয়েছে, আইনের যথাযথ প্রয়োগ থাকবে। কর্মশালায় আরও বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহ্রিয়াজ, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল্ মামুন ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

 

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৮ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ