গৌরনদীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


 

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনাামা গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী কানাই লাল বালা (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী (সিকিউরিট গার্ড) নিহত হয়েছে। বুধবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগরীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি (কানাই) মারা যান। নিহত কানাই উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী তাঁরা মায়ের মন্দিরের নিরাপত্তা প্রহরী (সিকিউরিট গার্ড) ও ধুরিয়াইল গ্রামের মৃত কালীচরন বালার ছেলে।

ওই মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি  ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের নিরাপত্তা প্রহরী (সিকিউরিট গার্ড) কানাই লাল বালা  ডিউটি পালন শেষে বুধবার ভোর ৬টার দিকে  বাইসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে  বাইসাইকেলটি ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকার ফয়জর বেপারীর বাড়ির কাছে পৌছলে  অজ্ঞাতনামা গাড়ি  ওই বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কানাই লাল ছিঁটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।  মুমূর্ষু অবস্থায় কানাইকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে (কানাই) ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে (কানাই) গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া  হবে।

 

 

এআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:১৬:৪৬ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ