বয়স জটিলতায় বামনায় ৬ষ্ঠ-দশম শ্রেণী ভর্তি নিয়ে বিপাকে অভিভাবকরা

প্রথম পাতা » বরগুনা » বয়স জটিলতায় বামনায় ৬ষ্ঠ-দশম শ্রেণী ভর্তি নিয়ে বিপাকে অভিভাবকরা
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২


 বামনায় ৬ষ্ঠ-দশম শ্রেণী ভর্তি নিয়ে বিপাকে অভিভাবকরা

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

বরগুনার বামনা উপজেলা সদরের একমাত্র সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চলতি বছর ৬ষ্ঠ শ্রেণিতে বয়সের বাঁধার কারণে অর্ধশত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত হয়েছে পড়েছে। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারি করা নতুন নীতিমালার কারণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এসকল শিক্ষার্থীরা আদৌ কোন বিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা এনিয়েও অভিভাবকরা শঙ্কিত রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর(মাউশি) সূত্রে জানাগেছে, গত বছরের ৩ জানুয়ারী শিক্ষা মন্ত্রনালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধন করেন।

শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায়, ২য় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স ৭বছরের বেশি, ৩য় শ্রেণিতে ৮ বছরের বেশি, ৬ষ্ঠ শ্রেণিতে ১১ বছরের বেশি ও ৭ম শ্রেণিতে ১২, ৮ম শ্রেণিতে ১৩ ও ৯ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১৪বছর নির্ধারণ করে দিয়েছে সরকার।

এর আগে, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সূত্রে জানাগেছে, প্রতিবছর ১২০ জন শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। চলতি বছর ১৩৪ জন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। নীতিমালায় বয়সের বাঁধার কারণে সেখান থেকে মাত্র ৮৪ জনকে ভর্তি করা হয়েছে। বাকি অর্ধশত শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি বিদ্যালটিতে।

বয়সের বাঁধায় বিদ্যালয়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের অভিভাবকরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন সন্তানের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য।

৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক স্বপন চন্দ্র সাহা জানান, তার সন্তান মাত্র ৪ মাসের কারণে ১১ বছর পূর্ন হয়নি। তাকে ভর্তি করানো হয়নি। তিনি আরো জানান, যখন আবেদন পত্র পূরণ করে জমা দিয়েছে তখন কেন স্কুল কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানায়নি। পূর্বে জানানো হলে জন্মনিবন্ধন সংশোধন করে ভর্তি করানো সম্ভব ছিলো। এখন তার সন্তানকে কোথায়? কিভাবে ভর্তি করাবে এনিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

তবে অনেককেই মনে করেন নীতিমালায় যেটা বলা হয়েছে সেটা অনেক আগেই প্রতিটি বিদ্যালয়ে বাস্তবায়ন করা উচিৎ ছিলো।

বামনা সরকারি সারওযারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বলেন, যাদেরকে ভর্তি করা সম্ভব হয়নি  তারা যদি জন্মনিবন্ধন সংশোধন করে নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে এখানে ভর্তির সুযোগ দেওয়া হবে।

বামনা উপজেলা নির্বাহী অফিসার ও বামনা সরকারি সারওযারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অন্তরা হালদার বলেন, আমি নীতিমালা অনুযায়ী ভর্তি করিয়েছি। আমি জানি অনেক শিক্ষার্থীই ভোগান্তিতে পড়েছে। তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি মন্ত্রনালয়ে কথা বলার জন্য সেখান থেকে অনুমতি পেলে ভর্তি নেওয়া হবে।

 

 

এইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:৪০:৪৬ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ