তজুমদ্দিনে ১০ টাকা বেতনে শিশুদের পড়াচ্ছেন বিধবা নারী

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ১০ টাকা বেতনে শিশুদের পড়াচ্ছেন বিধবা নারী
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯


---


তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে মাসিক জনপ্রতি ১০ টাকা বেতনে মক্তবের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছেন এক বিধবা নারী। প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থীকে দীর্ঘ পাঁচ বছর যাবৎ জরাজীর্ণ একটি টিনের ঘরে নিয়মিত কোরআন শিক্ষা দিয়ে আসছেন ওই নারী। বর্তমানে মক্তবের ঘরটি  জরাজীর্ণ হওয়ায় সামান্য বৃস্টিতে ভিজে একাকার হয় শিশু ও বিছানাপত্র।

স্থানীয় সুত্র জানায়, প্রায় ৪০ বছর আগে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রামের লেদু করাতী বাড়ীর দরজায় মরহুম আসলাম মুন্সী ধর্মীয় শিক্ষা দানের উদ্দেশ্যে শতাধিক শিশু নিয়ে মক্তবটি চালু করেন। সম্প্রতি এলাকাবাসীর উদাসীনতা ও আর্থিক সংকটের কারনে টিন সিডের ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ে। নির্ধারিত বেতন দেয়া সম্ভব না হওয়ায় নিয়মিত ধর্মীয় শিক্ষক স্থানীয়ভাবে নিয়োগ দেয়া যায়নি। মক্তবের ধারাবাহিকতা রক্ষা করে ৫ বছর আগে গ্রামের কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা দানের উদ্দেশ্যে পড়ানোর দায়িত্ব নেন বিধবা নারী নুরজাহান বেগম। মক্তবটি চালু রাখতে দরকার সরকারী ও স্থানীয় অনুদান। আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে আদর্শ নাগরিক গঠনের এই প্রতিষ্ঠানটি। মক্তবের শিক্ষার্থী হাফসা, আঃ রহিম, মালেকাসহ কয়েকেজন বলেন, আমরা মাসে ১০ টাকা করে দেই। কেউ কেউ না দিয়েই মক্তবে পড়ে। একালাবাসী মোঃ হানিফ ও নুরুল হক জানান, নিশানা স্বরুপ মক্তবটি দাঁড়িয়ে আছে। আর্থিক অনটনের কারণে মক্তবটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। শিশু শিক্ষার বিষয়টি মাথায় রেখে স্থানীয় ও সরকারীভাবে মক্তবটিতে অনুদান প্রয়োজন। মক্তবের শিক্ষিকা নুর জাহান বেগম জানান, যখন যে যাহা দেয় তাই নেই। তবুও ধর্মীয় শিক্ষা চালু রেখে শিশুদের আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা করছি।

 

বাংলাদেশ সময়: ১২:১২:০৮ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ