গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ
রবিবার ● ১১ ডিসেম্বর ২০২২


 

গলাচিপায় যানজটে পথচারীদের দুর্ভোগ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর গলাচিপায় যানজটের কবলে পড়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। উপজেলার পৌরশহর থেকে শুরু করে প্রায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে অবৈধভাবে দু’পাশে অটোরিকশা, মাহিন্দা, নসিমন, লড়ি, ভান, ট্রলি ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ফলে যানজটে পথচারী ও যাতায়াতকারীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, বাদুরা বাজার, আমখোলা বাজার, সুহরী ব্রিজ বাজার, হরিদেবপুর ফেরি ও খেয়া ঘাট, গলাচিপা খেয়া ঘাট, থানা রোড, পুরাতন লঞ্চঘাট, পশু হাসপাতাল রোড, পূর্ব বাজার, সদর রোড, রেইন্ট্রি তলা (কালী বাড়ি মোড়), সিনেমা হল রোড, চৌরাস্তা, মেডিসিন মার্কেট, কলেজ পাড়া, উলানিয়া বন্দর, কালিকাপুরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে অটোরিকশা, মাহিন্দা, নসিমন, লড়ি, ভান, ট্রলি ও মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকায় পথচারীরা ঝুঁঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুরু ও ছুটির সময় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা বলেন, শহরের আশপাশে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীকে এ সড়ক পার হতে হয়। কিন্তু অবৈধভাবে সড়কের দু’পাশে গাড়ি রাখার কারণে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছেন।

 গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, অবৈধ গাড়ীর চালকদের আইনের আওতায় আনা হবে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যগত করা হবে। এছাড়া রাস্তার দুপাশে যাতে গাড়ি পার্কিং করে না রাখা হয় সেদিকেও নজর দেয়া হবে।

 

 

এসডি/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:২৬:৪০ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ