পিরোজপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২


 

পিরোজপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

পিরোজপুর সাগরকনা প্রতিনিধি॥

 

 

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভাগিরথী চত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এর পরপরই পুষ্পমাল্য অর্পন করেন সিভিল সার্জন, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  সরকারী বেসরকারী অফিস, বিভিন্ন সামাজিক সংগঠন ও এর নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে  গিয়ে শেষ হয়।

 

পরে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

 

 

 

 

আরএইচএমএমআর

 

বাংলাদেশ সময়: ০:১৫:৫৭ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ