পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ-পীর সাহেব ছারছীনা

প্রথম পাতা » পিরোজপুর » পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ-পীর সাহেব ছারছীনা
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০২২


পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ-পীর সাহেব ছারছীনা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ছারছীনা দরবার শরীফের পীর শহ মো মোহেব্বুল্লাহ বলেছেন, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোই ইসলামের কাজ। ইসলাম শান্তির ধর্ম। ছারছীনা দরবার ইসলামের সকল নিয়মকানুন অনুস্মরন করে দীনি তালিম দিয়ে থাকে। পীর সাহেব তার সকল মুরিদানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের ইসলামী শিক্ষাদিতে হবে সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এ থেকে পরিত্রানের একমাত্র পথই হচ্ছে কোরান ও সুন্নার আদলে জীবন গড়া। সুদ ঘুষ আজ সমাজকে পরিবেষ্টিত করেছে। পথভ্রষ্ট এসব মানুষকে পথ দেখানোই আমাদের কাজ। ছারছীণা দরবার সকলকে ইসলামী আদলে জীবন গড়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জোহর নামাজ বাদ ছারছীনা শরীফের ১৩২তম ইছালে সওয়াব মাগফিলের আখেরী  মোনাজাতের পূর্বে এসব কথা বলেন। তিনি বয়ান শেষে দোয়া পরিচালনা করেন। এর আগে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউলকরিম বলেন, বাংলাদেশে ইসলামের উন্নয়নে যত কাজ হয়েছে তার প্রায় সবগুলোই আওয়ামীলীগ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু মদ খাওয়া নিষিদ্ধ করেছিলেন, ইসলামী ফাউন্ডেশন করেছিলেন, ঘোড়দৌড় যা লাখ লাখ টাকার জুয়াহত তা বন্ধ করেছিলেন, কাকড়াইল মসজিদ করেছেন, তাবলীগ জামাতের ইসতেমার জন্য জমি দিয়েগেছেন। তার সুযোগ্যকন্যা একজন আল্লাহওয়ালা নারী তিনিইসলামের জন্য আপ্রান কাজ করছেন। মাদ্রাসা শিক্ষকদের স্কুল ও কলেজের শিক্ষকদের সমাপর্যায়ে মর্যাদা দিয়েছেন। স্কুল কলেজের ন্যায় মাদ্রাসা ভবনও করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কখনো ইসলাম বিরোধী কাজ করেন নি ভবিষ্যতেও করবেন না। তিনি প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনার জন্য ও দেশ এবং জাতির জন্য দোয়া করার আহ্বান জানান।
সভায় জেল আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল বক্তৃতা করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৪০ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ