গলাচিপায় কৃষকের সংকটে ব্রি-৭৬ শস্য কর্তণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কৃষকের সংকটে ব্রি-৭৬ শস্য কর্তণ
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২


গলাচিপায় কৃষকের সংকটে ব্রি-৭৬ শস্য কর্তণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে ব্রিধান-৭৬ জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার সময় ডাকুয়ু ইউনিয়নের ফুলখালী গ্রামে ধানের জাতটি এই ইউনিয়নে নতুন চাষ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাহিদ হাসানের তত্ত্বাবধানে, কৃষক উত্তম কুমার এ জাত টি চাষ করেছেন। হেক্টর প্রতি এ জাতটির ফলন ৫.৫ টন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী । আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ আরজু আক্তার ,জনাব আকরামুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাহিদ হাসান  ও মোঃ জাকির খান। এ সময় কৃষিবিদ জনাব নজরুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবে না সেই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে। আমন ধান কাটার পরপরই এই এলাকায় রবি ফসলের মধ্যে  তেল ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৮ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ