কলাপাড়ায় হঠাৎ বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় হঠাৎ বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯


---


কলাপাড়া সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টির কারনে তরমুজের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে তরমুজ ক্ষেতে পানি জমে গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। তরমুজ চাষিরা আগাছা পরিষ্কার করে গাছ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়া উপজেলার উত্তর মনসাতলী, সুরডুগী ও অনন্তপাড়ার সহ অত্র উপজেলার বিভিন্ন স্থানের  চাষিরা  তরমুজের জমি রক্ষার জন্য পানি সেচ দিয়ে শুকানোর চেষ্টা করছে। খোজ নিয়ে জানা যায়, এই উপজেলার ৪০ ভাগ মানুষই মৌসুমে তরমুজ চাষের উপর নির্ভরশীল। অনেকে সুদে টাকা নিয়ে ব্যয় করছেন তরমুজ চাষে। জানতে চাইলে তরমুজ চাষি সোহরাব উদ্দিন জানান, এ বছর তরমুজ চাষে তার প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় হয়েছে। বৃষ্টির পানি গাছের গোড়ায় জমা হয়ে গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানান তিনি। বৃষ্টির পরে রোদ উঠলে মাটির লবনাক্ততা বেড়ে গেলে দেখা দেয় আরো বড় সমস্যা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১১ ● ৭৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ