কুয়াকাটায় ব্রাজিল সমর্থকদের শোডাউন-উচ্ছাস

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ব্রাজিল সমর্থকদের শোডাউন-উচ্ছাস
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২


কুয়াকাটায় ব্রাজিল সমর্থকদের শোডাউন-উচ্ছাস

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল ও ট্রাক নিয়ে আনন্দ উল্লাস মেতে উঠেছে পর্যটন নগরী সাগর সৈকতের ব্রাজিল সমর্থকরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে শেখ রাসেল সেতুর উপর দিয়ে আলীপুর, মহিপুর ও হাজীপুরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে তারা কুয়াকাটা থেকে ব্রাজিল সমর্থক মাসুদ পারভেজ সাগর ও মহিপুর থেকে রাজিব, মিলন ও ফয়সাল গাজীর নেতৃত্বে পৃথক শোডাউন যোগ দেন। পরে সবাই বাঁশি বাজিয়ে, ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে প্রায় দুইশ মোটরসাইকেল ও দুটি ট্রাক নিয়ে এই আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেন কয়েকশত ব্রাজিল সমর্থক।

আনন্দ উল্লাসে অংশ নেওয়া জাহিদুল ইসলাম রাজিব বলেন, বিশ্বকাপ ফুটবল শুরু হলে আমরা উজ্জীবিত হই। আজকে রাতে ব্রাজিল চার গোলের ব্যবধানে জয় লাভ করবে। আর্জেন্টিনা ছাড়া সব দলকে আমরা প্রতিপক্ষ ভাবি। আগামী ১০বছর পরে বাংলাদেশে আর আর্জেন্টিনার সমর্থক থাকবে না।ব্রাজিল সমর্থক ও সমর্থক দলনেতা মেহেদী ইসলাম ফয়সাল বলেন, আর্জেন্টিনার সমর্থকরা দিন দিন ব্রাজিলের দলে আসছে। আমরা আসা করছি আগামী কয়েকবছরে বাংলাদেশে ব্রাজিলের সমর্থক দ্বিগুণ। ব্রাজিল সমর্থক আবুল হোসেন রাজু বলেন,তারা বিশ^ কাপ ফুটবল খেলা প্রতিবছরই দেখেন। ব্রাজিলের খেলা পছন্দ। নেইমার বিশ^মানের একজন খেলোয়ার। শুধু নেইমারই নয় ব্রাজিলের প্রতিটি খেলোয়ারই বিশ^মানের। কয়েকবার বিশ^কাপ জিতেছে এই দলটি। সবদিক বিবেচনায় তারা এবারের বিশ^কাপে ব্রাজিলকে সমর্থন করেছেন।এবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে ছয়বার বিশ্বকাপ নেয়ার সুনাম অর্জন করবে।আগামীকাল শুক্রবার অত্র এলাকার আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ উল্লাস করার কথা রয়েছে।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:৪০ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ