গলাচিপায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২


গলাচিপায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

’কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি রবি/২০২২-২০২৩ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিসের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এসএম শাহজাদা বলেন, ‘কৃষকরা হলো আমাদের অন্নদাতা। তারাই নতুন নতুন কৃষিপণ্য উদ্ভাবন ও উৎপাদন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ- আমাদের বাড়ির আঙিণার এক টুকরো জমিও যেন ফাঁকা না থাকে। নিজেরা উৎপাদন করে নিজেরাই খাব এবং রোগমুক্ত থাকবো।’
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, এমপির কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম দুদা, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া ও মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩০ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ