নেছারাবাদে খেয়া থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে খেয়া থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২


নেছারাবাদে খেয়া থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে খেয়া পারাপারের ট্রলার থেকে পড়ে মো. নাছির উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮.৩০ ঘটিকার সময় উপজেলার উত্তর কৌরিখাড়া এলাকার প্লাসঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন উত্তর কৌরিখাড়া ৬নং ওয়ার্ডের মৃত আঃ আজিজ মিয়ার ছেলে।
নাছিরের চাচাতো ভাইয়ের জামাই গাজী মো. মাহিনুল ইসলাম জানান, তার চাচা শশুর বুকে ব্যথা অনুভব করলে ডাক্তার দেখাতে তাকে নিয়ে উপজেলা হাসপাতালে রওয়ানা হই। অনুমানিক সকাল সাড়ে আটটার দিকে সন্ধ্যানদী প্লাসঘাটের খেয়া পার হওয়ার জন্য ট্রলারে উঠে বসার পরপরই নাছির নদীতে পড়ে যায়। সাথে সাথে কয়েকজন নদীতে লাফিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পাইনি। নেছারাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহজাহান তালুকদার জানান, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বেলা আনুমানিক সোয়া বারোটার দিকে নাছিরের মরদেহ উদ্ধার করে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫০ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ