কাউখালীতে ই-সেবার ফ্রি ক্যাম্পেইন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ই-সেবার ফ্রি ক্যাম্পেইন
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২


কাউখালীতে ই-সেবার ফ্রি ক্যাম্পেইন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা’এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পনের দিন ব্যাপী ই-সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এ সব কার্যক্রমের মধ্যে রয়েছে, বিনামূল্যে এনআইডি সেবা, অনলাইনে আবেদন ও মুক্তপাঠ কোর্স, লিফলেট বিতরণ, মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রদান, অনলাইনে জম্ম নিবান্ধন, ওয়ারিশ সনদের আবেদন, জমির পর্চা ও ডিজিটাল সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ইত্যাদি। এ ক্যাম্পেইন ১১ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে।
কাউখালী সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শারমিন আক্তার  বলেন,প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রনী ভূমিকা রাখছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ এবং ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণে পক্ষকালব্যাপি স্মা‘র্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা ‘ই-সেবা ক্যাম্পেইন ২০২২ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন কাউখালী সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বিভিন্ন অনলাইন  সেবা ফ্রি করে দেওয়া হয়েছে। ইউনিয়নের যেকোন নাগরিক এ সেবা নিতে পারবে। এছাড়া জনগণের দোরগোঢ়ায় সরকারি বেসরকারি সকল সেবা পৌঁছে দেয়ার লক্ষে যেকোন ডিজিটাল সেবা স্বল্পমূল্যে প্রদান করা হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:০৮ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ