পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের বিক্ষোভ সমাবেশ
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২


পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের বিক্ষোভ সমাবেশ

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

চাকুরিতে পদায়ন-পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ১ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিরা।
গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে চলমান আন্দোলনের তৃতীয় দিনে শতাধিক কর্মচারি বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করে। বিক্ষুব্ধ কর্মচারীরা প্রশাসনের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, প্রশাসনের চামচারা হুশিয়ার সাবধান-ইত্যাদি নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। অবস্থান ধর্মঘটী কর্মচারীদের মধ্যে সমাবেশে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের আহবায়ক আবদুল বারেক হাওলাদার, সদস্য সচিব মো: শাহাদাৎ হোসেন পিয়াল, কর্মচারি পরিষদ সভাপতি মো: মজিবুর রহমান মৃধা প্রমূখ বক্তৃতা করেন।
বক্তারা তাদের পদোন্নতি/পর্যায়োন্নয়নের ফিক্সেশন বেনিফিটসহ ইনক্রিমেন্ট ও প্রাপ্যতার তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা বঞ্চিত কর্মচারিদের অবিলম্বে সুবিধাদি প্রদানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
উল্লেখ্য, পবিপ্রবির ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারিরা চাকুরিতে পদায়ন-পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে গতমঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনের দ্বিতীয় দিনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৩৫ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ