গলাচিপায় খুচরা বিক্রেতা ও পণ্য পরিচিতি সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় খুচরা বিক্রেতা ও পণ্য পরিচিতি সভা
বুধবার ● ১৬ নভেম্বর ২০২২


গলাচিপায় খুচরা বিক্রেতা ও পণ্য পরিচিতি সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘কৃষি ও কৃষকের সেবায় এবং ফলন বৃদ্ধি, চকচকে ও বালাইমুক্ত ধানের জন্যে ইনতেফা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর সাফল্যের ১৮ বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ইনতেফা কোম্পানীর খুচরা বিক্রেতা সমাবেশ ও পণ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে দেশের বৃহত্তম কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ও ইনতেফার উপজেলা পরিবেশক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফার ডিরেক্টর সেলস মো. জিয়াউল করিম শান্তু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম দুদা এবং ইনতেফার খুলনা ও বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার মো. আবু তাহের। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতা ও কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনতেফার জেলা সিনিয়র টেরিটরি অফিসার মো. আক্তারুজ্জামান। এসময় প্রজেক্টরের মাধ্যমে ইনতেফা কীটনাশক ওষুধ কোম্পানীর বিভিন্ন ধরণের প্রোডাক্টের ধরণ ও গুণগত মান সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইনতেফা কোম্পানীর পক্ষ থেকে  টিশার্ট ও ছাতা উপহার দেওয়া হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৫ ● ২২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ