ছাতকে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু
বুধবার ● ১৬ নভেম্বর ২০২২


ছাতকে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে দুইদিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এ মেলা।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ছাতক বহুমুখী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেটে ফিতা কেটে  অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। পরে তিনি মেলায় অংশ নেয়া ২১টি স্টল পরিদর্শন করেন। স্টলগুলো হলো, ছাতক সরকারি কলেজ, ছাতক জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ, জাউয়াবাজার ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, সমতা স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, ছাতক ইউনিয়ন এমইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট পাল্প এন্ড পেপারমিলস উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আজাদ প্রমুখ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৭ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ