গলাচিপায় শহীদ এগ্রো বীজ ডিলারদের সাথে মতবিনিময়

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শহীদ এগ্রো বীজ ডিলারদের সাথে মতবিনিময়
রবিবার ● ১৩ নভেম্বর ২০২২


গলাচিপায় শহীদ এগ্রোর বীজ ডিলারদের সাথে মতবিনিময়

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শহীদ এগ্রো সীড ফার্মের বীজ ডিলার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজু আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এগ্রো সীড ফার্ম এর পরিচালক মোঃ শহিদুল ইসলাম, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি  কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জাকির হোসেন,  নরোত্তম,  সাইদুর রহমান,  সোহাগ হোসেন, নাহিদ হোসেন, মোসাঃ রাবেয়া আক্তারসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ এগ্রো সীড ফার্ম এর জেনারেল ম্যানেজার হামিদুর রহমান পলাশ, শহীদ এগ্রো সীড ফার্মের বরিশাল অঞ্চলের এরিয়া ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমুখ।
বীজ ডিলার ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, শহীদ এগ্রো সীড ফার্মের বর্তমান আবহাওয়া সাথে অনেক ভালো বীজ । শহীদ এগ্রোর বীজ দুইটি প্রোডাক্ট এশিয়ান ওয়ানপ্লাস থাইল্যান্ড,    বিগ প্লাস জাপান এই দুই জাতের তরমুজের বীজ কৃষক রোপণ করলে অন্যান্য বীজের চাইতে পনের দিন আগে কৃষক ফল বিক্রি করতে পারবে এবং রেজাল্ট ভালো পাইবে। কারণ এই বীজের গুনাগুন অনেক বেশি।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:১৫ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ