আমতলী থেকে যুব মহাসমাবেশে যাচ্ছেন দু’হাজার নেতাকর্মী

প্রথম পাতা » বরগুনা » আমতলী থেকে যুব মহাসমাবেশে যাচ্ছেন দু’হাজার নেতাকর্মী
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২


আমতলী থেকে যুব মহাসমাবেশে যাচ্ছেন দু’হাজার নেতাকর্মী

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুব মহাসমাবেশে যোগ দিতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে দুই হাজার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমতলী ছেড়েছেন । বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ সমাবেশ সফল করতে এমভি তরঙ্গ-১ লঞ্চ যোগে তারা রওনা দেন। এতে উচ্ছাসিত দলীয় নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবসমাবেশে ঢাকায় যাচ্ছি। তৃণমুল নেতাকর্মীরাই প্রধানমন্ত্রীর শক্তি। ওই শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেব।
আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন বলেন, দেশ গড়ার কারিগড় জননেত্রী শেখ হাসিনা। তার হাতিয়ার যুবলীগ। সেই যুব লীগের সুবর্ণ জয়ন্তী সফল করতে সমাবেশে যাচ্ছি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষিণাঞ্চলের কিংবদন্তি নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরো বেগবান করতে প্রাণপণ চেষ্টা করছেন। তারই হাত ধরে দক্ষিণাঞ্চলের আওয়ামীলীগ রাজনীতি শক্তিশালী করতে কাজ করছি। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী-তালতলী আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার সেই নির্বাচনী আসন আমতলী উপজেলার আওয়ামীলীগ তৃণমুল কর্মী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, যুবলীগ যুব মহাসমাবেশ সফল করতে উপজেলার অন্তত দুই হাজার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে ঢাকায় যাচ্ছি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৯:৫৪ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ