অধিবাসের মধ্য দিয়েকুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

প্রথম পাতা » কুয়াকাটা » অধিবাসের মধ্য দিয়েকুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু
সোমবার ● ৭ নভেম্বর ২০২২


কুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। আগামীকাল মঙ্গলবার ভোরে পুন্য¯œানের মধ্যদিয়ে রাস লীলার সমাপ্তি ঘটবে।
সোমবার (৭ নভেম্বর) রাত দশটায় সতের জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক, উলুধ্বনি এবং নাম কৃর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। রাস উৎসবকে ঘিরে তিনদিন ব্যাপী মেলা বসেছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা মেলার সামগ্রী নিয়ে বসেছে। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে আজ বিকাল ৪ টা ২৩ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে পরদিন মঙ্গলবার বিকাল ৪ টা ১৯ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্নিমার এ তিথিতে আগামীকাল কাকডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা¯œান করবে সনাতনীরা।

এএইচএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫০ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ