আমতলীতে এইচসি পরীক্ষার প্রবেশ পত্রে অর্থ আদায়!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে এইচসি পরীক্ষার প্রবেশ পত্রে অর্থ আদায়!
শনিবার ● ৫ নভেম্বর ২০২২


আমতলীতে এইচসি পরীক্ষার প্রবেশ পত্রে অর্থ আদায়!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের আদেশ উপেক্ষা করে কলেজ অধ্যক্ষরা পরীক্ষার্থীদের কাছ থেকে ৪’শ থেকে ৭’শ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ পরীক্ষার্থীদের।
জানাগেছে, আমতলী ’উপজেলায়  সাতটি কলেজে ২ হাজার পরীক্ষার্থী রয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রবেশ পত্র বিতরনে পরীক্ষার্থীদের কাছ থেকে ৪’শ থেকে ৭’শ টাকা আদায়ের অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। বোর্ডের নির্ধারিত প্রবেশ পত্র বাবদ কোন ফি নেই কিন্তু  অধ্যক্ষরা এ টাকা আদায় করছেন। তারা আরো অভিযোগ করেন ফরম পুরনের সময় প্রবেশ ফি বাবদ টাকা বোর্ড নিয়েছে। ওই টাকা আমাদের আবারো দিতে হচ্ছে। একই বিষয়ে দুই বার টাকা নিচ্ছেন কলেজ অধ্যক্ষরা।
খোজ নিয়ে জানাগেছে, উপজেলার বকুলনেছা মহিলা কলেছে ৪’শ টাকা, ইউনুস আলী খান কলেজে  ৫’শ টাকা, টিয়াখালী কলেজে  ৫’শ টাকা, সোনাখালী স্কুল এন্ড করেছে ৬’শ টাকা ও ড. শহীদুল ইষলাম কলেজে ৭’শ টাকা  আদায় করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বকুলনেছা মহিলা কলেজের দুই শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার নির্দেশে অফিস সহকারী আমাদের কাছ থেকে প্রবেশ পত্র বাবদ ৮’শ  টাকা নিয়েছে। তারা আরো বলেন, ফরম ফিলাপের সময় প্রবেশ পত্রের টাকা দিয়েছি এখন আবার টাকা নিচ্ছে।
ইফনুস আলী খান কলেজের প্রধান অফিস সহকারী ( ক্লার্ক) মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রবেশ পত্র ফি বাবদ ৪ ’শ টাকা এবং বিদায় অনুষ্ঠান বাবদ ১’শ মোট  ৫ ’শ টাকা নিয়েছি।
বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া বলেন, প্রবেশপত্র ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না। কিছু বকেয়া পাওনা আদায় করছি।
আমতলী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:২২:৪৪ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ