গলাচিপায় জেল হত্যা দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জেল হত্যা দিবস পালিত
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০২২


গলাচিপায় জেল হত্যা দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবস শুরু হয়ে জাতীয় ৪ নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মো. ফকরুল ইসলাম মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহীন শাহ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মো. ফকরুল ইসলাম মুকুল বলেন, ‘ঘাতকরা কতটা নির্লজ্য হয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় অধ্যায়। পরে চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় দলীয় অফিসে দোয়া মিলাদের আয়োজন করা হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩০ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ