দেশে ফিরলো ভারতে আটকে পড়া পিরোজপুরের ৪০জেলে

প্রথম পাতা » বরগুনা » দেশে ফিরলো ভারতে আটকে পড়া পিরোজপুরের ৪০জেলে
বুধবার ● ২ নভেম্বর ২০২২


দেশে ফিরলো ভারতে আটকে পড়া পিরোজপুরের ৪০ জেলে

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

দীর্ঘ দিন পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে স্বজনদের দেখে চোখে মুখে আনন্দের ছাপ পিরোজপুরের জেলেদের। ঝড়ের কবলে পড়ে প্রায় আড়াই মাস ভারতের আশ্রয় শিবিরে থাকার পর বুধবার সকালে দেশে ফিরেছেন পিরোজপুর ও পাথরঘাটার ৪০ জেলে। এর মধ্যে পিরোজপুরের ৭ জন ও বরগুনার পাথরঘাটার ৩৩ জেলে। ভারতের মহিফিট ফুলতলী কোষ্টাল থানা পুলিশ গতকাল সন্ধ্যায় বেনাপোল স্হল বন্দরে তাদের বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তারা বাংলাদেশে প্রবেশ করলে দূবলা ফিসারম্যান গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম তাদেরকে পরিবহনে করে পিরোজপুর নিয়ে আসেন।

উল্লেখ্য গত ১৮আগস্ট  তারিখ সাগরে হঠাৎ করে মৌসুমী ঝড় হলে পিরোজপুরের ৭টি ট্রলার ডুবে যায়। এতে ২ জেলে মারা যান ও ৭ জেলে নিখোঁজ হন। বাকিরা প্রানে বেঁচে যান।  ওই ৭ জন ২ দিন ২ রাত সাগরে ভেসে থাকার পর ভারতের কাকরা শিকারীরা তাদেরকে ট্রলারে করে বৈকন্ঠপুর হাইস্কুল আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রায় আড়াই মাস থাকার পর মহিফিট ফুলতলী কোষ্টাল থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল স্হল বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বৈকন্ঠপুর হাইস্কুল আশ্রয় কেন্দ্রে আরো ৪৯ বাংলাদেশী জেলে আছেন বলে দেশে আসা জেলেরা জানান এবং তারা তাদেরকে দ্রুত ফিরে আনার দাবী জানান।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩২ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ