গৌরনদীতে অপহৃতা মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অপহৃতা মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার
রবিবার ● ৩০ অক্টোবর ২০২২


গৌরনদীতে অপহৃতা মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে অপহরণের ৩৫দিন পর সপ্তম শ্রেণীর মাদ্রাসার ছাত্রী (১২)কে উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রাম থেকে অপহৃত  ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই সুশান্ত কুমার জানান,  মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রী (১২) গত ২৬ সেপ্টেম্বর সকালে  মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে কুড়িরচর গ্রামের  লোকমান সরদারের বখাটে ছেলে মো. তনিম সরদারের (১৯) নেতৃত্বে ২/৩ জনে ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় জোরপূর্বক ওই ছাত্রীকে মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার বাবা বাদি হয়ে গত ২০ অক্টোবর গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সকাল ৯টার দিকে কুড়িরচর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করেন। ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ভিকটিমকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার জানান।

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৫:০২ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ