আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২


আমতলীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা থানার উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ডে উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী  থানা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার প্রাঙ্গণে শেষ হয়। পরে থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাল আবু জাহের, উপজেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার,আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক মোঃ  হোসাইন আলী কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা ও যুবলীগ নেতা মোঃ মাহবুব প্যাদা প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:৫২ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ