চরফ্যাশনে জিংক ধানের বিভাগীয় কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জিংক ধানের বিভাগীয় কর্মশালা
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২


চরফ্যাশনে জিংক ধানের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জিংক ধান ও চাল বাজারজাত করণ উপলক্ষে বিভাগী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিদপ্তরের বিভাগী আঞ্চলিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, গেইনের পোর্টফলিও লিড আশেক মাহফুজ, হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ড. খাইরুল বাশার।
কর্মশালায় বক্তারা মানব শরীরে জিংকের গুরুত্ব তুলে ধরে জিংক সমৃদ্ধ ধান চাষ এবং চালের মাধ্যমে সকল শ্রেণির মানুষের শরীরে জিংকের চাহিদা পূরণের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ওয়ারেছুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী পুলিশ সুপার মো. মাসুদ, আরএমও ডা. মাহবুব কবির, সংবাদিক আমির হোসেন, কৃষক প্রভাষক আবদুল ফুয়াদ ও আক্তার মহজান প্রমুখ। কর্মশালায় জন প্রতিনিধি,  চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
বক্তরা বলেন, জিংক ধান উৎপাদনের জন্যে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কৃষি ও খাদ্য অধিদপ্তর বিভাগে যৌথ ভাবে উদ্যোগ গ্রহণ করলেই এই জিংক সমৃদ্ধ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সাফল্য অর্জন করবে। সকল কৃষককে জিংক ধান চাষাবাদের জন্যে উদাত্ত আহবান জানান।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৮ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ