রাঙ্গাবালীতে সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২


রাঙ্গাবালীতে সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের একটি সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ জরিমানা করেন।
জরিমানা করা ওই ব্যক্তির নাম মো. ঈসমাইল হাওলাদার (৭০)। তিনি সেনের হাওলা গ্রামের মৃ. হাজী সমেদ হাওলাদারের ছেলে। স্থানীয় লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের ‘সেনের হাওলা’ সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল। এতে কৃষি ক্ষেতের পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এমন অভিযোগে বৃহস্পতিবার দুপুরে খালটিতে অভিযান চালিয়ে বাঁধ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাল দখল করে বাঁধ দেওয়া ঈসমাইল হাওলাদারকে জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ লঙ্ঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাঁধ কেটে খালটি উন্মুক্ত করা হয়।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১১:১১ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ