গলাচিপায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুঁর নিয়ন্ত্রণ সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুঁর নিয়ন্ত্রণ সভা
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২


গলাচিপায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুঁর নিয়ন্ত্রণ সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“কাউকে পশ্চাতে রেখে নয়, ভাল উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান এর সঞ্চালনায়, গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এর সভাপতিত্বে কৃষি অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। খাদ্য দিবস-২০২২ সভায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এটি.এম এনায়েতুর রহমান, সহকারী কৃষি অফিসার মু.দেলোয়ার হোসেন ও সহকারী কৃষি অফিসার নরোত্তম বিশ্বাস। খাদ্য দিবসের সভা শেষে, “বছরে ইদুঁর খাচ্ছে শস্য লাখ লাখ টন, রুখতে দরকার ইদুঁর নিয়ন্ত্রণ। ” এই প্রতিপাদ্যের আলোকে ইদুঁর নিয়ন্ত্রণ সভা ও রেলি অনুষ্ঠিত হয়। সভার সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, ইদুঁর খুব চালাক ও চতুর প্রানী। ইদুঁর আমাদের দেশের লাখ লাখ মেট্টিক টন ফসল নষ্ট করে, তাই সকলকে ইদুঁর নিয়ন্ত্রণে শতর্ক হতে হবে। যদি কৃষক ইদুঁর ধরে নিযন্ত্রণে আনতে পারে তাহলে সরকারি ভাবে পুরস্কিত করা হবে। তাই সকল কৃষককে ইদুঁর নিয়ন্ত্রণে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২১:০৭ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ