গলাচিপায় মুক্তিযোদ্ধা মনু বিশ্বাসের নামে খাস জমি বন্দোবস্তের দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মুক্তিযোদ্ধা মনু বিশ্বাসের নামে খাস জমি বন্দোবস্তের দাবি
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২


গলাচিপায় মুক্তিযোদ্ধা মনু বিশ্বাসের নামে খাস জমি বন্দোবস্তের দাবি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন বিশ^াস ১৯৩৩ সালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।পিতাঃ মৃত শরৎচন্দ্র বিশ^াস, মাতাঃ সুর বালা। তিনি অত্র এলাকার সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ও প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ডাকে গঠিত আঠারোগাছিয়া ইউনিয়নের সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।স্থানীয় রাজাকাররা তার ব্যাপারে পাকিস্তান বাহিনীকে অবহিত করে।১৯৭১ সালের আগস্ট মাসের ৪ তারিখ তিনি আমতলী থেকে পায়ে হেঁটে গলাচিপা যাচ্ছিলেন। পথিমধ্যে রাজাকারদের তথ্য মোতাবেক পাকিস্তান হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে যায়। সংবাদ পেয়ে তার মা সুর বালা ৫ বছরের শিশু সন্তান মনু বিশ^াসকে কোলে নিয়ে গলাচিপা থানায় যান,সেখানে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেও নিরঞ্জন বিশ^াসকে মুক্ত করতে পারেনি।গলাচিপা থানা থেকে তাকে নেওয়া হয় পটুয়াখালী জেলে, সেখানে অনেকের সাথে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। লাশ মাটিচাপা দেয়।
গলাচিপা পৌরসভায় ৪নম্বর ওয়াডের্র বটতলায় রতনদী মৌজায় ১০৮ নং জেলে ৪৩৬ নং খতিয়ানে ১২৪ নং দাগে ১৩.৭৫ জমির পরিমান শতাংশে ‘ক’ তপসিল ভুক্ত অর্পিত সম্পত্তি ৪১পিকে ৭১/৭২ তালিকাভুক্ত দাগের উপর উত্তর অংশে ৩ শতাংশ জমির উপর মনু বিশ^াসের পরিবারের ঘরবাড়ী ডিসিআর পাওয়ার জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের বরাবরে লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) আইনগত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন।যার স্বারক নম্বর ১২০৯ তাং ১২/০৯/২০২২। এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবার মনু বিশ^াস বলেন,আমার বড় ভাইকে সোনাখালী থেকে ধরে এনে গলাচিপায় এনে গুলি করে মেরে ফেলে। আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্যা আমি যাতে ভাইয়ের ও বাবার সম্পত্তি পেতে পারি এই দাবী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে।

এসডি/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:১৬:১০ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ